৹ সূর্য ও এক চাঁদ ৹ Rhyme: Free Verse
ঘুরাঘুরিটাই জীবন, শেষ, মৃত্যু।
শব্দ কম, নিঃশব্দতা প্রথম পছন্দ।
ধর আমি চাঁদ তুমি সূর্য ছিলে।
আমার পৃথিবী ঘিরে আমার আবর্তন
কে সূর্য? পর। তোমার শেষ কথা
কত সহজেই তুমি পর করে দিলে
এই আপেক্ষিক অবস্থান সিদ্ধ করে।
সূর্যকে ঘিরে ঘিরে কে চাঁদ?
আরো আরো গ্রহদের ভিড়ে
নায্য স্বাভিমানে দূরে সরে থাকে।
পৃথিবী ঘুরপাক খায়, চাঁদ ঘুরে
অমাবস্যা রাত চাঁদের মুখ ভার।
আরো পরে, সূর্যের ও চোখে পড়ে
আয়, ডাকে সহানুভূতির স্বরে।
অভিমানী চাঁদ, যায়, ফিরে আসে
আচানক সূর্য রে সাময়িক গ্রাসে।
অবুঝ শিশুর অত্যাচার!
ঘুরাঘুরি চলে, কক্ষ পথ আপন
দিন মাস বছর নিঃশব্দ যাপন।
© পলাশ কুমার রায়, ২০২৪