৹ সুখের ফাতনা ৹ Rhyme: Free Verse


একদিন হঠাৎ এক চোরাবালিতে
পা আমার পড়ল কি পড়ল না
স্বর্গ সুখ ধেয়ে এল আমার দিকে।
আগে কখনো স্বর্গে যাইনি কিনা
তাই মনে হল এটি স্বর্গসুখই হবে।
আদৌ আগে কোনদিন সুখের দেখা
পেয়েছিলাম কিনা কে জানে!

এবার চেনা হল সুখ কারে কয়।
এবারই প্রথম আরো আরো সুখ পেয়ে
আরো আরো নানাবিধ সুখ চিনলাম।
আমি সুখের গলা জড়িয়ে কেঁদেও সুখ পেলাম।
সুখও যেন আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে
কেঁদেকেটে সুখ পেল।

সুখ আর আমি, আমরা সংসার সংসার খেললাম।
একবার বন্ধু হলাম তো আরেকবার শত্রু হলাম।
আমি প্রেমিক সেজে সুখের অসুখ ভাগালাম।
সুখ প্রেমিকা সেজে আমার চৈতন্য ভাগাল।
আমি সুখকে চিনলাম। সুখ আমাকে চিনে নিল।
একটু খেলা হল। একটু গড়াপেটা হল।

সেই অর্থে দেহ তো আমাদের কোন কালেই ছিল না
যা কিছু ঐ চাওয়া পাওয়া, মাখামখিটাই ছিল।
সুখ কতবার আমায় ছেড়ে যাই যাই করেও
জানিনা কেন, যেতে পারল না।
আমিও সুখকে বুঝিয়ে সুঝিয়ে রেখে দিতে চাইলাম
একবারও ছাড়তে চাইলাম না। বুঝালাম
আমার বুকে থাকাটাই তার জন্য সেফ ও সুন্দর-
তবু জানিনা কেন, শেষ রক্ষা হল না।

পরে একদিন আচমকাই যখন
দুঃখের বন্যা এল। পানি গলা পর্যন্ত হল।
ঠিক যেমন কথা নেই, বার্তা নেই
উজানের পানি ভাটায় নামে
তেমনি এল। তেমনি এল।
এদিক ওদিক গেল গেল রব উঠল।
তখন আর কে কার খবর পায়
কে আর কারে সামলায়।
বোধ হয়, সে সময়ই, সময় বুঝে সুখ
অন্য কারো হাত ধরে অন্য কোন পাড়ে গিয়ে উঠল।

বহু যত্নআত্বির পরে আমার যখন চৈতন্য ফিরল
জনে জনে আমার কাছে সুখের ঠিকানা খুঁজল
যেন খুঁজে পেলেই সুখের ফাঁসি হবে।
ওরা কেউ জীবনে সুখ দেখেনি, সুখ চিনে নি
কিন্তু আমি কি করে বলি, কেনই বা বলি।

কিছুদিন চুপচাপ থেকে আমি কলম ধরলাম
মনে মনে আমি বড়শী পাতলাম।
ফাতনায় সুখ একবার ঠোকর দিলেই হয়
আমি তারে টেনে পাড়ে তুলব।
সুখের কালিয়া খাব। সুখের মুড়িঘণ্ট খাব।

© পলাশ কুমার রায়, ২০২৪





.