৹ স্থলপদ্ম ৹ Rhyme: Free Verse
কত দিন-
মাস-
বছর বাদে
আবার এলাম ছাদে।
ঐ তো এক কোণে-
দাঁড়িয়ে আছে
ফুলের ঝাঁকি কাঁধে।
মনে হলো যেন-
অভিমানী, দামাল ছেলে-
তৈরি হয়ে আছে।
অনেক কিছুু বলবে বলে।
কিই বা কথা
বলতে আমায় পারে?
সে কি আমায়
জড়িয়ে ধরতে চায়?
আমি কি তার
ফিরে আসা
পালিয়ে যাওয়া কেউ?
আর ঐ স্থলপদ্ম সে?
আমার-
কোন সে আপন জনা?
আমিও কি তার-
নেশায় পাগল পারা?
তার সবুজ হাতে হাত
তার গোলাপী ঠোঁটে ঠোঁট
রেখেই কেন-
আমার চোখে জল?
এ কেমন সুখ? আবেশ!
এটাই বা কোন্ দেশ?
তার পরশে পরশে কেন
এমন স্নেহানুভুতীর রেশ?
আমি কে? কোনো নারী?
কে সে? পুরুষ?
কার এই স্থলপদ্ম বেশ?
আদরে সোহাগে
জড়িয়ে ধরল কে
আমায়?
মুঠো মুঠো চুম্বনে
ভরিয়ে দিলো প্রাণ-
সে আমার!
সে কি বললো কিছু-
নীরবে কানে কানে?
কথায় কিংবা গানে?
© পলাশ কুমার রায়, ২০২৪