৹ সনেট-সময়ের সাথে পথচলা ৹
শেক্সপীয়রীয় রীতি : অষ্টক – ABAB, CDCD,
ষটক – EF EF GG
প্রয়োজন ছিল খাঁটি, রেষ্ট বাকোয়াস
তাই আমরা বন্ধু ছিলাম, কিবা আসে যায়!
সীন চেন্জড, ব্রু, সময় বদলায়,টাইম চেন্জেস
কাজ কিছু যদি থাকে..চলি তাহলে,বাই।
সময়ের কেকাফোনি প্রায় রোজই শুনি।
সে নিজের পথে যায়, আমিও পায়ে পা..
পিছন ফিরে খাতার পাতায় স্মৃতির ইতি টানি।
রেখে কিবা লাভ বলো? টাইম চেন্জ মাপা?
সামনে এগিয়ে যাই, আরো দেখা হয়
অন্য অনেক লোক, বিভিন্ন লোকজন।
ওরা এই সময়ের লোক।আমার ফিট হয়
ওদের চলা-বলা, মাই নিউ আপনজন।
নতুন সময়ের ভাষা মোভ-অন, বলতে শিখি
ডেমিট শিখি, ফরগেটিট শিখি, আরো শিখি।
© পলাশ কুমার রায়, ২০২৪