৹ সনেট-পাখপাখালি ৹ Rhyme: ABBA CDDC EFEFEF

হলুদ সবুজ সাদা লাল নীল পাখি
নিমেষে উড়িছে কত বসিছে নিমেষে।
বিচিত্র রঙের খেলা নানা রঙ মিশে।
যায় পাখি আসে পাখি রঙে মাখামাখি।

ধরি এক পাখি তারে চেপে ধরে রাখি।
ছটফট করে পাখি যেতে চায় কি সে?
আদরে ভরাই তারে জড়িয়ে আশ্লেষে।
ছেড়ে দিলে উড়ে পাখি প্রাণভরে দেখি।

উড়া পাখি ফিরে আসে বসা পাখি উড়ে।
কোনো পাখি যায় উড়ে অসীমেতে ধায়।
এক পাখি আসে বসে খালি জায়গা জুড়ে।
অন্য্ পাখিি তাড়া করে নিমেষে ভাগায়।
এক পাখি খেয়েদেয়ে ঘুম দেয় জোরে।
অন্য পাখি খুঁটে খুঁটে পেটভরে খায়।

© পলাশ কুমার রায়, ২০২৪