৹ সনেট-মালিক ৹ Rhyme: ABAB CDCD EFEF GG

ভেঙে পড়া মেঘেদের বুক ভরা ক্ষোভে
বেঁধে রাখা নদীদের প্রবল আক্রোশে
দিকে দিকে জমে থাকা মানুষের লোভে
গড়ে উঠা ইমারত ভাসিছে নিমেষে।

শান্ত পাহাড়ের দেখো ঘুচে গেছে লাজ
ধ্বস ফেলে চূর্ণ করে দর্প অহংকার-
হাহাকার আর্তনাদে তৃপ্ত হয় আজ।
মরণোন্মুখ নর নারী করে চি-চিৎকার।

আর্তনাদ করে করে ভেসে যায় মুখ।
কতো যে মরিলো কতো ভাসিলো সংসার-
কে রাখে গণনা তার? কে বা করে শোক?
কার পাপে কে মরিল করে কে বিচার?

মেঘ নদী পাহাড়ের মালিকানা যেন
নিমেষে ছাড়িয়া দেয় মালিকেরা কেন!

© পলাশ কুমার রায়, ২০২৪