৹ সবাই শিখায় ৹ Rhyme: AABB
যতই বলি, যতই বুঝাই, ঠারে ঠোরে, সোজাসুজি
কেউ শুনে না, কেউ বুঝে না, আমি কত গররাজি।
যতই বলি নিয়ম তোদের শিখতে আমি চাই না।
ওরাও তেমন, শতেক নিয়ম, না শিখিয়ে যায় না।
বলি শুন আমি , চলে ফিরে শিখে, এসেছি এতদূর।
এটা করো না, ওটা করো না, তবু শুনি এক সুর।
ক্ষান্তি দিয়ে, দেখ না কেমন, আছি আমি বেশ।
শুনে না কেউ, দিতেই থাকে যত সব নির্দেশ।
জানার জন্য, মানার জন্য, শত নিয়মের বায়না
আমার নিয়ম আমি বানাই, বুঝতে কেউ চায় না।
আমি বলি সব, নব নিয়মের, পরোয়া করি থোড়া।
তোদের নিয়ম, যেমন খুশী, মান গে যা সব তোরা।
এ খেও না, ও চেয়ো না, কত ত রকম নিষেধ।
বেঁচে থাকা যেন ওদের জন্য বিরাট অশ্বমেধ।
যত বিজ্ঞের, অবাঞ্ছিত, মাগনা হিতোপদেশ।
আমার তর্ক, আমার জন্য, আমার কথাই শেষ।
© পলাশ কুমার রায়, ২০২৪
.