৹ শেষ চিঠি ৹ Rhyme: Free Verse
চিঠিরা এখনো পৌঁছে যায়, ঠিক ঠিকানায়।
এখনো ব্যথা দেয় প্রাণে, চোখে জল আনে ।
চিঠি আসে, চিঠি নয় একখানি খালি খাম।
উপরে লেখা আছে আমার ঠিকানা নাম।
নেই কিছু লেখা তবু পড়ি, এটাই যে চিঠি
‘সব কথা শেষ, শেষ চিঠি তোমারে দিলাম।’
এটাই যে চিঠি, নেই কিছু লেখা তবু পড়ি
‘শেষ চিঠি তোমারে দিলাম, সব কথা শেষ।’
আমার ঠিকানা নাম, উপরে লেখা আছে।
চিঠি নয় একখানি খালি খাম, চিঠি আসে।
এখনো ঠিকানায় চিঠিরা ঠিক, পৌঁছে যায় ।
চোখে জল আনে, ব্যথা দেয় প্রাণে, এখনো ।
© পলাশ কুমার রায়, ২০২৪
.