৹ সেবা যত্ন ৹ Rhyme: Free Verse

বাবুমশাই, আমরা জেনেছি আপনার ভীষণ মন খারাপ হয়েছে।
আপনার শরীর পুরোপুরি ঠিক নেই। আজ আপনি ছুটি নিন।
না হয় অন্তত ওয়ার্ক ফ্রম হোম করুন। এই সিদ্ধান্তটি জরুরী।

আপনার একটি 'মনের সেবা যত্ন পাওয়া' ডিউ হয়েছে।
কাজের ফাঁকে ফাঁকে আপনি আমাদের সেবা গ্রহণ করুন।
আপনি আপনার প্রয়োজন আন্দাজ করে বোতাম টিপুন।

ওগো শুনছ, 'পত্নী সেবা 'র বোতাম টিপে খুব ভাল করেছ।
প্রেমিকার চেয়ে সেবা যত্ন আমরা কিছু বেশী বৈ কম করি না।
আমার চেয়ে আদর্শ অনুগত পত্নী আর একটিও হয় না।

প্রিয়তম, সকাল সকাল তুমি আমি বসে আছি দুজনায়।
গুঞ্জনে গুঞ্জনে কথা হবে নির্জনে, আহ, কি দারুণ, হায়
খোল দেখি চোখ দুটি, ঈস্ কি মায়া ভরা, ব্যথায় ব্যথায়।

কিরে খোকা, আবার বুঝি মন খারাপ করল? আমায় মনে পড়ল?
মরে গিয়েও দেখছি শান্তি নাই। আয় আয় কাছে আয়।
তোর কি আবার ব্রেকআপ হল? তুই বিয়ে থা করলেই ঠিক হতো।

বাবুমশাই, আপনার মন এখন একটু বেশীই উথাল পাথাল হয়ে আছে।
মিস দরদী-দর্দ-নাশিনী ডি.ডি.এন রোবো প্রয়োজনীয় উপশম কীট সহ
ঠিক পাঁচ মিনিট দশ সেকেন্ডে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।

© পলাশ কুমার রায়, ২০২৪








.