৹ সায়াহ্নের গার্হস্থ সংলাপ ৹ Rhyme: ABCB
ঘুম ভাঙ্গতে চা বিস্কুট
একটু পরে নাশতা
এরপরে তো দেদার সময়
কর কি তুমি কাজটা?
এমন করে কথার ঢেলা
মারল ছোঁড়ে রাই
চায়ের কাপে লাগল জোরে
উপছে পড়ে তাই।
হতচ্ছাড়া প্রশ্ন যত
যার উত্তর নাই
রোজ শুনলে কার না বল
পিত্তি জ্বলে যায়?
কতরকম কাজ করে যে
দিনটা করি পার
চাও যদি তার হিসাব দেব
রোজ বেলা তিন -চার।
বিকাল বেলা হাঁটতে বের হই
সংগে তুমিও থাকো।
মাথায় থাকে কাজের পাহাড়
খবর তুমি রাখো?
দুপুর-রাতে খাওয়া দাওয়া
একলা কোথায় করি?
তুমিই রাঁধো রকমারি
আমিই ত পেট ভরি।
চান-বাথরুম ইত্যাদি তে
সময় করি পার।
কাজের অভাব দেখছ কোথায়
জিজ্ঞাস বার বার?
পত্রিকা আর বই পড়ে ও
অনেক সময় কাটে
থাকো কোথায়,চোখের সামনে
সবকিছু ত ঘটে?
তুমি যখন টেলিভিশন
দেখ বারংবার
আমিও তখন ব্যস্ত থাকি
খুলে কম্পিউটার।
মোবাইল ফোনে কথা বলা
কাজের কিছু হলে
সে কাজে রাই আমায় ফেলে
তুমিই প্রথম হ'লে।
সিনেমা টা মুঠো ফোনে
দেখা কাজের কাজ-
না হলেও বেশ নিরাপদ
যা দিনকাল আজ।
তাই ত দেখি যখন তখন
ঠিক যতক্ষণ পারি
তাতেও যদি অমন ভাব
কি বা আমি করি?
আর যত সব সোস্যাল-টোসাল
থেকে অনেক দূর
পদ্য লিখার কাজেও আমি
পুরানো মজদুর।
এর পরেও যদি কিছু
কাজের বাকী থাকে
চক্ষু বুজে মাথা আমার
তার ও হিসাব রাখে।
বয়স হলে হিসাব-টিসাব
অমন সবাই করে
নো চিন্তা ডু ফুর্তি সোনা
রাগ থাকবে দূরে।
© পলাশ কুমার রায়, ২০২৪