৹ রূপ ৹ Rhyme: Free verse
এই রাস্তা তোমায় খোঁজে নেয় একদিন
আচমকাই সামনে এসে পড়ে।
চারিদিকে সুমধুর গান, কলতান
সংগীতের মূর্ছনায় তুমি মুহ্যমান
কি সাধ্য তোমার, ফিরে যাও।
অতিচেনা মুখ অতিদূর থেকে আসে
যায় আসে, যাওয়া আসা করে
তোমার সুপ্ত মনের আয়নায় ধরা পড়ে।
তুমি স্বরলিপি হয়ে যাও।
তুমি গান হয়ে ঝরে পড়।
এখন তুমি শুধুই প্রেমময়।যাদু-
মন্ত্র তোমার শিরায় শিরায় বয়
স্নায়ুতে ঝড় তুফান হয়ে ছুটে।
চেনা মুখ,লোকজন,খড়কুটো উড়ে।
আরশিতে নবযৌবন প্রাপ্ত,তুমি সুপ্ত।
মন অনুরাগ রঙে রাঙিয়ে তুমি রিক্ত
তুমি নবপ্রেমে অভিষিক্ত এক নটবর।
তোমার তুমিতে শূন্য খাঁচা দুলছে
মনপাখি ঐ আসমানেতে উড়ছে।
তুমি ভিন্ন দেশের নাগরিক প্রেম আবিষ্ট ।
© পলাশ কুমার রায়, ২০২৪