৹ প্রজাতি ৹ Rhyme: aBBa
নিপীড়িত, বঞ্চিত, লুণ্ঠিত, কুণ্ঠিত এবং এই সভায় সমাগত
স্বভাব-প্রেমিক ভদ্র মহোদয়, মহোদয়াগন।
আমরা আমাদের আবেগপ্রবণ, স্নেহপ্রবণ, কল্পনাপ্রবণ
এবং প্রেমাসক্ত মন নিয়ে সদা বিড়ম্বিত।
যখন বিশেষ কেউ আমাদের মনের খবর রাখতেও চায় না
আমরা তাঁর জন্য সারাজীবন হাপিত্যেশ করি।
একদিন না একদিন সে ঠিক ফিরে তাকাবে, এমনই মনে করি।
তবে শেষমেষ এমন মনে করা সঠিক প্রমাণিত হয় না।
ততদিনে নদীর জল বলুন চাই পানি বলুন, অনেক গড়িয়ে যায়।
আমরা অন্তহীন দিবাস্বপ্ন দেখতে থাকি।
আমরা মনেে মনে সোনার হরিণ ধরতে থাকি।
এই করে করে আমাদের দ্বিধাগ্রস্ত জীবন-যৌবন ব্যর্থ হয়ে যায়।
তবে আমরা সব খুইয়ে ফেললেও কোন আক্ষেপ করি না।
জীবনে সব কিছু হারানোর বেদনা ই আমাদের শ্রেষ্ঠ সঞ্চয়।
চুপচাপ মানুষের অবজ্ঞা উপেক্ষা করা আমাদের শ্রেষ্ঠ অভিনয়।
আমরা সারাজীবন ভুল করলেও কোনদিন তা স্বীকার করি না।
© পলাশ কুমার রায়, ২০২৫
.