৹ প্রেম মাটি ও খাঁটি দুঃখ ৹ Rhyme: Free Verse

কেন হলো
তোমার জন্য আমি
আর আমার জন্য তুমি
এই খেলা?
কার মনে কটা সুই গাঁথল?
কার যন্ত্রণা কারে দিল সুখ?
এ খেলায় শুধু শুধু বিড়ম্বনা
গায়ে লেপটে থাকে
কাদা মাটির প্রলেপ।
কপালের তিলক হয়না
এই মাটি।
মুফতে পাওয়া দুঃখটা
শুধু খাঁটি।

© পলাশ কুমার রায়, ২০২৪