৹ প্রার্থনা ৹ Rhyme: AABB

আনমনে কোন-ক্ষনে শয়নে স্বপনে
জেগেছিল তৃষা প্রাণে কভু অচেতনে।

মনস্তাপে কাটে মোর অতি দীর্ঘ রাত
ক্ষমা করো ভিখ মাগি করে জোড়হাত।

কামনা বাসনা যত জেগেছিল মনে
সমূলে উৎপাটিয়া তারে অভাজনে-

কৃপা করো প্রভু মোর তুমি অন্তর্যামি।
দয়া করে এ বিপদে রক্ষা করো স্বামী।

তুমি না রাখিলে কেবা রাখিবে খেয়াল?
বিপদভন্জন তুমি শ্রীকৃষ্ণ গোপাল।

কুরু যুদ্ধে ধর্ম রক্ষা করেছিলে তুমি
আজ আমার আক্রান্ত পূণ্য-মনোভুমি।

রক্ষা করো মারাক্রান্ত চিত্ত ভবতোষ
বিমোচন করো মোর এ বৈকল্য দোষ।

© পলাশ কুমার রায়, ২০২৪