৹ ফোঁস ৹ Rhyme ABCB

শুনি অশোক বনে ফুলের কড়াকড়ি
মুখের বাণী ছড়িয়ে আগুন দিচ্ছে।
জলের ট্যাংকি আসবে একটু পরে
কে কাহারে বলবে কিনে নিচ্ছে।

ঝঙ্কু ঝলকে ঝঙ্কার উঠে বেজে
ইজ্জতের ঐ ঘণ্টা নিলাম বাজে।
মুখ মানুষের মুখোশ পড়া সাজে
রঙ বিলাপের ঢং বুঝি আজ লাজে।

এই অপ রূপ দেখিসনি তুই আগে
গলায় সুর আর এমন শুনলি কই।
রণভূমি সাজিয়ে নিখুঁত ত্যাগে
রণদামামা বাজিয়ে আসে ঐ।

নিন্দামন্দের পালা গানের শেষে
ফোঁসফোঁসানি শুনতে পাবি আরো।
একটা গেলে সহস্রটা আছে, থাকে-
দোষ কাটিয়ে পাশ কাটানোর ঝাড়ু।

© পলাশ কুমার রায়, ২০২৪














.