৹ ফর্দ ৹  Rhyme: ABCB

প্রেমিকারা সাথে ফর্দ নিয়েই আসছে-
প্রেমিকও সেটা ভাবছে না কিছু দোষের
এমন সোজাসুজি বলে কয়ে নেয়া ভালই
দোষ ধরা নাই, প্রয়োজন নাই ছলনার।

আধুনিক এই প্রেমিক-প্রেমিকা জানে
কথার কথা অমন সবাই কয়-
তোমারে আমি কত ভালবাসি
এমন করে কি ভালবাসাবাসি হয়?

প্রেম-ভালবাসা লিখা থাকে সব ফর্দে-
তোমার জন্য মরিতে পারি এমন
ঢঙের কথা লিখা হয় শুধু পদ্যে।
ফর্দ ধরিয়া গদ্য জীবনই আপন।

ঠেলিয়া জীবন দেহ মন আজ ক্লান্ত-
সুখ-কম প্রেমে স্বস্তি খোঁজা খানিক।
ফর্দেই লিখা ভালবাসার কাহন-
প্রেমের হাটের বণিক যুগল প্রেমিক।

© পলাশ কুমার রায়, ২০২৪