৹ পেটপেটি ৹ Rhyme: Free Verse


প্যাটপ্যাট করিয়া সারাটা জীবন
পেটের সামূহিক কীর্তিকলাপ দেখিয়া দেখিয়া
চোখে চোখে কত ছানি পড়িল
কথায় কথায় কত ছানি কাটা হইল
তবু দর্শন শেষ হইল না।

ব্রহ্মাণ্ডে শুধু নিজের পেট বাদ দিয়া
বাকি সব পেট সেরা দ্রষ্টব্যই তো বটে।
তবে শুধু সমুদায় খালি পেট দেখিয়া
বরাদ্দ সময় ব্যয় করিলে
একমাত্র খাই খাই ছাড়া নতুন কিছুই শেখা হয়না।

অবোধ বালকেরা অন্যের খালি পেট দেখিয়া-
দুঃখে কাতর হইয়া ওগুলি ভরার জন্য
জিন্দাবাদ জিন্দাবাদ বলিয়া অনেক চেঁচাইল
শেষমেষ অতিশয় নিরাশ হইয়া
এই সামান্য শিক্ষা লইয়া ঘরে ফিরিল যে
নিজের পেট ভরা অনেক সহজ কম্ম হইত বটে।
দল ত্যাগীরা হাতে কলমে সব শিখাইয়া দিয়াছে।

ওদিকে সুবোধ বালকেরা ঐটুকুন বিদ্যা ঘরে বসিয়া
বাপ দাদা প্রতিবেশীদের শুধু দেখিয়া দেখিয়া
বিনা শ্রমে শিখিয়া লইয়াছে-
পণ্ডশ্রম আর কাহাকে বলে।

পেট মাহাত্ম মুখের বিষয় কম, চোখের বেশী
কহতব্য নয়, আপাদমস্তক দ্রষ্টব্য।
তবে খাই খাই মনের বিষয়
মিটিয়া গেলে সমুদায় প্রাপ্তিযোগ পেটে ঢুকে।

খাই খাই কি জিনিষ
ছল চাতুরী করিয়া আদায় বিদ্যায় পারদর্শী
প্রেমিকার প্রেমিক
ভারি ভারি আব্দার করা
পত্নীর পতি
নাছোড় বান্দা সব
শিশুর পিতা
হামেশাই টের পাইয়াছে।

দাবিদার প্রয়োজনে পিঠকে সওয়াইয়া
পেটকে খাওয়াইয়া লইয়াছে।
কোন সাধনাই ছোট নহে।
অসাধ্যকে সাধ্যে আর অ প্রাপ্তিকে প্রাপ্তি
এই পরিবর্তন কর্ম সম্পাদন বিনা
অমন প্রেমিক, পতি আর পিতার
আর কিই বা করার থাকে?

সাধ আর সাধ্যের যোগফলই পেট।
পরস্পর পরস্পরের পরিপূরকও বটে।
পেটের আকার একবার বাড়িয়া গেলে
ধ্রুবক হইয়া যায়, কমানো শক্ত হয়-
পরিপূরণের খেলা চলিতেই থাকে।

আমার পেটপেটি এইবার বন্ধ হওয়া দরকার
যাই, আরো কিছু পেটের খবর লইয়া আসি।

© পলাশ কুমার রায়, ২০২৪






.