৹ পরিবর্তে যদি ৹ Rhyme: Free Verse
পরিবর্তে যদি, তুমি বলতে, কত অধৈর্য হয়ে আমার জন্য অপেক্ষা করছিলে।
পরিবর্তে যদি, আমি খুব শান্ত ভাবে বলতে পারতাম, মোটেও অপেক্ষা করছিলাম না।
পরিবর্তে যদি, তুমি বলতে, কত আন্তরিক ভাবে আমার কথা ভাবছিলে।
পরিবর্তে যদি, আমি খুব চটপট বলতে পারতাম, তোমার কথা একদম ভাবছিলাম না।
পরিবর্তে যদি, তুমি বলতে, কত অকপট ভাবে আমার খেয়াল রাখছিলে।
পরিবর্তে যদি, আমি খুব শক্ত ভাবে বলতে পারতাম, তোমার খেয়াল রাখিনি তো!
পরিবর্তে যদি, তুমি বলতে, কত ব্যগ্র হয়ে আমায় কামনা করছিলে ।
পরিবর্তে যদি, আমি একদম পাত্তা না দিয়ে বলতে পারতাম, মোটেও কামনা করিনি।
পরিবর্তে যদি, তুমি বলতে, আমার ছাড়া কত না একাকিত্ব বোধ করছিলে।
পরিবর্তে যদি, আমি নির্বিকার ভাবে বলতে পারতাম, একদম একাকী মনে হয়নি।
পরিবর্তে যদি, তুমি বলতে, প্রতি মুহূর্ত আমার জন্য মরে যাচ্ছিলে।
পরিবর্তে যদি, আমি খুব সৎ ভাবে বলতে পারতাম, একদমই মরে যাচ্ছিলাম না।
পরিবর্তে যদি, তুমি বলতে, আমার অনুপস্থিতিতে আমার কথাই ভাবছিলে।
পরিবর্তে যদি, আমি জোর দিয়ে বলতে পারতাম,তোমার কথা ভাবিনি তো।
পরিবর্তে যদি, তুমি বলতে, কত গভীর ভাবে আমায় ভালবাসতে।
পরিবর্তে যদি, আমি ধন্যবাদ জানিয়ে বলতে পারতাম, তোমাকে মোটেও ভালবাসিনি।
© পলাশ কুমার রায়, ২০২৪
*মূল কবিতা If instead By Palas Kumar Ray এর ভাবানুবাদ।
মূল কবিতাটি ২০০৮ সাল নাগাদ ইংরাজীতে লেখা হয়েছিল এবং অন্য পোর্টালে প্রথম প্রকাশিত হয়েছিল যা পরে সরিয়ে নেয়া হয়।
If instead By Palas Kumar Ray
If instead, had you said, how impatiently you waited for me.
If instead, could I say very calmly, I didn’t at all wait for you.
If instead, had you said, how earnestly you thought for me.
If instead, could I say very smartly, I didn’t at all think for you.
If instead, had you said, how sincerely you cared for me.
If instead, could I say very boldly, I didn’t care for you.
If instead, had you said, how eagerly you longed for me.
If instead, could I say very carelessly, I didn’t at all long for you.
If instead, had you said, how lonely you felt for me.
If instead, could I say very indifferently, I didn’t at all feel for you.
If instead, had you said, how every moment you died for me.
If instead, could I say very honestly, I didn’t at all die for you.
If instead, had you said, how badly you missed me.
If instead, could I say very surely, I didn’t at all miss you.
If instead, had you said, how deeply you loved me.
If instead, could I say very thankfully, I didn’t at all love you.
© Palas Kumar Ray
*The poem was originally written in English during 2008 & earlier published in some other website, now removed.