৹ অন্বেষন ৹ Rhyme: ABCB

ইন্টারনেটে গরু খোঁজা খোঁজেও
রাজপুত্র তেপান্তরের মাঠ খোঁজে পেল না।
হতাশায় রাজকন্যার মুখ ভারী হলো।
মাঠেই মারা গেল সব পরিকল্পনা।

পক্ষীরাজ ঘোড়ার খবরও
অনেকদিন কেউ রাখে নি।
তার হদিস দিতেও ব্যর্থ হলো নেট-
মরে গেছে কি মরে নি।

রাজা-রাণী এ সব প্রশ্নে
বিরক্ত হবেন। চিন্তিত হবেন।
জিজ্ঞাসা করা বৃথা।
হতে পারে, রিহ্যাবে পাঠাবেন।

রাজকন্যা বিরস বদনে
দুচ্ছাই বলে পার্লারে গেল।
রাজপুত্র দূরবীন হাতে
ছাতে গেল।

অমনি হঠাৎ রাজপুত্রের
পড়ল মনে বেশ।
বাবারও একজন বাবা ছিল-
সদালাপী, মৃদুভাষী এবং পক্ক-কেশ।

ঊনিই সব জানেন, কোথায়
পক্ষীরাজ" আর তেপান্তরের মাঠ।
"ডুরবীন, ইউ লুক ইনটু দ্য পাস্ট, এন্ড
ফাইন্ড টার্গেট 'লাইন  ১৯ এন্ড ২০' স্টার্ট।"

© পলাশ কুমার রায়, ২০২৪