৹ অন্য দাবী ৹ Rhyme: AABB

বয়স্ক মানুষ কবিতা লিখবে কেন? অন্য কিছু করুক।
আমার জেনে লাভ কি? গাছে চড়ুক, ক্ষেতে যাক, মরুক।

এই কবিতার পাতা শুধু আমাদের জন্য, থাকবে পরিচ্ছন্ন
এটাই করি আশা, এটাই সবার কাম্য। নিরিবিলি নিরবচ্ছিন্ন।

কাঁচা কাঁচা অভিজ্ঞতার ডালি, ফুলে ফলে সমৃদ্ধ, দেখ ঐ
বয়স্করা নষ্ট করে পরিবেশের ভারসাম্য। ঠিক রাখছে কই।

পাকা চুলের পাকা মাথার ভিড়ে আমরা যেন হারিয়ে ফেলি কথা
ভাবি নতুন শব্দ, লিখলে পরেই বয়স্ক এক মন্তব্য করে যা তা।

আমার মনে প্রেমের প্রথম ফুল, ফুটল কি ফুটল না
বয়স্ক কেউ গাছেই দিল দোল, প্রেমের কলি একটাও থাকলনা।

ওদের না হয় জীবন গেছে কেটে, কেঁদে কেঁদে প্রেমে।
এখন প্রেমে হাসার সময়, ওদের কেন আটকে থাকা জ্যামে ?

বিষয় আছে অন্য কত কিছু , লিখুক তারা তাদের জন্য, পড়ুক সবাই তারা
এমন কটা নিয়ম মানলে ভালই, করব কেন তাড়া!

কিন্তু এমন নিয়মকানুন মানা, সুবোধ বালক একটিও নয় যারা
গাছ-পাকা সব পরিপক্ব কেশ, ঘুরে বেড়ায় তোমার আমার পাড়া।

তোমার আমার লেখায় দিয়ে টীকা, ভাবটা এমন দিয়েছে যেন মিঠা-
লিখেছিলাম দুঃখ , রাগ হয়ে যায় তাহা, এমন নুনের ছিটা।

যাই বল ভাই সত্যি ওদের এখন, আলাদা করে রাখাই ভীষণ দরকার-
প্রেম পিরিতির শ্রাদ্ধ এমন করে, দেশে যেন আছে ওদের সরকার।

© পলাশ কুমার রায়, ২০২৪