৹ অন্যের চোখে ভাল ৹ Rhyme: Free Verse


ছেলেবেলা থেকেই-
অন্যের চোখে ভাল হওয়ার
আমার একটি অন্যায় দাবি-
তখন বুঝিনি
এখন এই শেষ কালে
অন্তত একবার ঠেকে
অন্তর দিয়ে বুঝি-
ভাল ছিল না মোটেই।

কেউ কেউ সতর্ক করেছে
একাধিক বার বলেছে-
তখনো বলেছে, এখনো
আর কত বলবে-
গোঁয়ার গোবিন্দ মানুষ
কার কথা কবে ধরেছে!
একাধিক বার পড়েছে
বার কয়েক মরেছে-
বরাত জোরে
কখনো কখনো বেঁচেছে।

তবে কথা হল, এই আমি
চিরটা কাল-
এমনি আমিই থেকেছে।
গড, ভগবান,আল্লাহ্
তাদেরই কেউ একজন হবে, রেখেছে।

বলছিলাম কি ঐ
ভালো হওয়ার বেহদ চেষ্টা ছিল।
অন্যের চোখ আর আমার চেষ্টা
পাশাপাশিই যাচ্ছিল
তবে পরে দেখতে পাইনি-
রেজাল্ট আমার কেমন হয়েছিল।

এক দুই জন বুঝি
সুযোগও নিয়েছিল-
তার পরেও  সেটা
ভালই লেগেছিল।
রোগ টা এখনো যায় না
রেজাল্টও ভাল হয় না।
এটাই আমার বাতিক।
একটু আধটু থাকলে কিস্সু হয় না।

তবে সময়টা বেশ বাজে।
টেলিফোন আর কম্পিউটার
লাগিয়ে শুনি কাজে-
ভাল হওয়ার নেশা যাদের
অমন লোকই খুঁজছে।
ছোটবেলায় ছেলেধরা ধরত
এখন শুনি
বুড়োদের খোঁজ করছে।
পাসওয়ার্ড না তালা চাবি
যখন তখন ভাঙ্গছে-
বুড়োরা সব মরছে।