৹ অনিচ্ছা ৹ Rhyme: Free Verse

তখন আমার খুব জ্যোতিষ বাতিক
সব কিছু আগাম জানার অগাধ কৌতূহল।
এখন প্রায় সবই জানা হয়ে গেছে।
বাকিটা যা হয় একটা কিছু-

আগাম জেনে কি আর হবে?
জীবন গড়িয়ে যাবে চেনা পথে-
সামান্য এদিক-ওদিক করে
কর্মফলের চূড়ান্ত হিসেব-নিকেশ।

নিকট-ভবিষ্যত অনুমান করার জন্য
জন্ম-ছকের আর কি দরকার?
অভিজ্ঞতার পুঁজি দিয়ে
নিজে নিজে নিখরচায় বুঝে নেয়াই যথেষ্ট।

নবীন জ্যোতিষ বেমক্কা কিছু বলে দিলে
ঠ্যালা সামলাবে কে?
ঐটুকু ত পথ, পা টিপে টিপে
ঠিক চলে যাওয়া যাবে খন।



© পলাশ কুমার রায়, ২০২৫




.