৹ অলি বার বার ফিরে যায় ৹ Rhyme: Free Verse
“অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে
অলি বার বার ফিরে যায়।”এই রবীন্দ্র সংগীতের সুর
মন সকাল থেকেই গাইছে, ঐ দেখো ভেসে যাচ্ছে।
সংগে নিয়ে ফুরফুরে হাওয়া সোনা রোদের আলো
জানিনা কিভাবে জানালা দিয়ে আসছে!
বন্যার জলে গ্রাম ও শহর ভাসছে।
বলা যেতো হলে, রৌদ্র তাপে খেত ও খামার জ্বলছে।
শ্রাবণ গিয়ে এখন ভাদ্র চলছে
কিন্তু এ বছর দিন কাল যেন ভীষণ ভাবেই অন্য
আকাশের মুখ ভারী করে থাকা কদিন ধরেই চলছে।
গানের কলিরা কেন যেন মনে হঠাৎ করেই ফোটছে
রোদ উঠছে, ছ’মাস পেরিয়ে চৈতালী হাওয়া ঘুরছে!
ভুল করে আজ তাপিত হৃদয় আনমনে গান করছে!
রবি ঠাকুরের গানের কলিতে উদাসী মন ভাসছে
“ফিরে এসো, ফিরে এসো, বন মোদিত ফুলবাসে।”
© পলাশ কুমার রায়, ২০২৪