৹ অফ অন ৹ Rhyme: Free Verse

এখন কী বলছ, আমি অফ হয়ে গেছি?
সেই কবে একদিন কথার সুত্রে বলেছিলে
অফ হয়ে যাওয়া মানে মরে যাওয়া।
আহা! কি মিষ্টি, কি দারুণ লাগত!  
তোমার গলায় শুনতে পেতাম যদি
আমি অফ হয়ে গেছি।

জীবনের এমন চমৎকার অন্ত মিল
কবিতায় খুঁজে পাই কই।
তোমার সম্মোহনী গলার আকর্ষণে
এমন হাজার কবিতা অফ হলেও দুঃখ ছিল না।
দুঃখ একটাই, অফ হয়ে গেছে
তোমার আমার সম্পর্ক।

তোমার শর্ত মানা আমার সাধ্য নয়। তাই
খোলা জানালাটির বাইরে থেকে কীল ঠুকেছি।
তোমার গৃহে প্রবেশও নিষিদ্ধ থাকবে, থাক।
হৃদয় মজবুত হলে, মন মরে গেলে
অফ হওয়ার আগে, অন্তত একবার
আমি তোমার বায়োস্কোপ দেখতে যাব।

© পলাশ কুমার রায়, ২০২৪






.