৹ অদ্ভুত প্রাণী ৹ Rhyme: ABB


অদ্ভুত প্রাণী এই মন।
যার কাছে থাকে তারই মত হয়।
হারালেই যত ভয়।

যার কাছে যায়, বেহায়া মন
তারই কথা কয়।
তারই ডাকে উঠে বসে, তারই হয়ে রয়।


© পলাশ কুমার রায়, ২০২৪