৹ অ-নাগরিক ৹ Rhyme: Free Verse

মরে গিয়ে দূরে ঐ ভাল দেশে
মায়ের কোল আলো করে
টুক করে জন্ম নিয়ে
পরের লাইফে ফাঁকতালে কেল্লা ফতে করব-
সেই সুবিধাটি আর থাকছে না।
ওরা এখন নো-এন্ট্রি বোর্ড লাগাচ্ছে ভাইয়া।
কবে যেন কোথায় অ-নাগরিকের একটি সংজ্ঞা
পড়েছিলাম।
এবার ওরা আসছে
বোধহয় এসেও গেছে কেউ কেউ।
এমন সমস্যা মাথায় নিয়ে জন্ম হল যার
ভবিষ্যতটা তার কেমন হবে ভেবেই
আলোকবর্ষ পার।
“কারো কেউ নইকো আমি
কেউ আমার নয়
কোন দেশ নেই গো আমার
শুনো মহাশয়”
একটি খাসা অ-জাতীয় সংগীত
হলেও হয়ে যেতে পারে।


© পলাশ কুমার রায়, ২০২৫


কৃতজ্ঞতা স্বীকার:- "লাল কুঠি" ছায়াছবিতে কিশোর কুমারের কণ্ঠে গাওয়া গান "কারো কেউ নইকো আমি, কেউ আমার নয়"।


.