৹ নষ্ট জীবন ৹ Rhyme: ABAB

ছিন্ন তাঁর বেশ-ভূষা মলিন মুখচ্ছবি
নির্লিপ্ত উদাসী চোখে দৃষ্টি অতি ক্ষীন।
দুয়ারে দাড়িয়ে যেন স্বর্গভ্রষ্ট কবি-
মুষ্ঠিভর ভিক্ষা যাঁচে অতিশয় দীন।

তিরস্কার করে কেউ, অন্য কিছু ভাবি-
অন্ন জলে তুষ্ঠ করে কেউ শুধে ঋণ।
যা পায় সে খায় যেন নিতান্ত অভাবি
মিটায়ে তৃষ্ণা-ক্ষিদা হয় সে বিলীন।

যারা জানে কহে তারা এই সুরলোকবাসী
মোহমায়ার জালে সে চৈতন্য রহিত।
ছলনা করিয়া তারে  সে কোন সর্বনাশী
মারিয়াছে মনে প্রাণে কাড়িয়াছে গীত।

কেহ সরে আসে আর কেহবা সরল বিশ্বাসী
নীরবে কামনা করে তাহার মঙ্গল হিত।

© পলাশ কুমার রায়, ২০২৪