৹ নন্দ ঘোষের ভাগ্য বিড়ম্বনা ৹ Rhyme: AABB

রাস্তা দিয়ে ব্যস্ত ভীষণ যাচ্ছিল সব বেশ
নন্দ ঘোষ গাড়ি হল বাড়ল সবার ক্লেশ।

অন্য পাড়ায় কম গাড়ি তাই নন্দ হল গর্ত
পড়ল সবাই হুমড়ি খেয়ে একটু হলে মর ত।  

নন্দ হল ট্রাফিক পুলিশ করল জরিমানা
তেড়ে এল সবাই মিলে নন্দ তুমি কানা।

বিপদ বুঝে নন্দ হল পুলিশের ঐ লাঠি
ফোঁস করে সব বলল রেগে মারছ কেন, হাঁটি।

নন্দ হয়ে টাকাকড়ি লোকের জেবে থাকল
সবাই তারে কম দামি মাল বলে ভীষণ ডাঁট ল।

সোনা হয়ে নন্দ ভাবে হলাম কেমন গয়না
দাম শুনে সব ভেংচি দিল খুশি কেহ হয় না।

নন্দ খানিক বুঝে শুনে এসি মেশিন হল
ঠাণ্ডা হয়ে কেশে কেশে সবাই গালি দিল।

নন্দ আবার বুঝে শুনে বিজলী বাতি হয়
বিদ্যুতের ঐ চপলতায় নন্দ দোষী রয়।

নন্দ শেষে বাজারেতে ইলিশ হয়েই থাকল
ধনী লোকের বউটি তারে খুশি মনেই রাখল।

© পলাশ কুমার রায়, ২০২৪