৹ নন্দ ঘোষ নির্দোষ ৹ Rhyme: AABAAB

নন্দ যখন ঘরে বসিয়া বিশ্রম্ভালাপ করিল,পাগল হইল
ঘরের বউটি তখন দুই বেলা রাঁধিয়া খাওয়াইয়া গেল
কিন্তু নন্দের কণা মাত্র দোষ দেখিতে পাইল না।
চোখের সামনে নন্দ প্রেমাবেশে মগ্ন রহিল-
চৈতন্য রহিত হইয়া বকবক করিল, গান ধরিল
তথাপি বউটি নন্দের কিঞ্চিৎ ত্রুটি খুঁজিয়া পাইল না।

নন্দের মনের ঘরে চোর ঢুকিল, সর্বস্ব লইয়া গেল
ঘরের বউটি রাত জাগিয়া নন্দের সেবা যত্ন করিল-
পেত্নীর বশীকরণ শক্তির মুন্ডপাতের কিছু বাকি রাখিল না
তবু নন্দের কু প্রবৃত্তি থাকার কথা বউটি অস্বীকার করিল।
কাঁদিয়া কাটিয়া ডাইনীরে গাইল দিল, অভিশাপ দিল
কিন্তু ভাল বউটি নন্দের চরিত্রে কোন দাগ দেখিল না।

© পলাশ কুমার রায়, ২০২৪