৹ নিয়তি ৹ Rhyme: AABB

আগুন থাকবে আগুন হয়েই, জল থাকবে জল ই
বিষয়টি তে জটিলতা নেই, নিতান্ত প্রাঞ্জল ই।

আমি চেয়েছিলাম বাঁচতে অনেক আকাশের তারা হয়ে
তুমি চেয়েছিলে তারা হয়ে বেঁচে থাকতে মাটির ভুঁইয়ে।

ভিন্ন হয়ে বাঁচা বিধিলিপি, দিনলিপি ছিল ভিন্ন
আমি সমুদ্র চাইলে তোমার চাওয়া ছিল অরণ্য।

দেখা না হয়েও চলছিল বেশ যাচ্ছিল কেটে দিন।
দুর্বিপাকে দেখাদেখি হয়ে আজ সম্পর্ক হীন।

খেলাঘর এক সেজে উঠেছিল গান সুর কলতানে
দুজনেই চোখ সেঁকিয়া আগুনে গেলাম অন্য খানে।

© পলাশ কুমার রায়, ২০২৪







.