৹ নিরপেক্ষতার ঝকমারি ৹ Rhyme: Free verse
নিরপেক্ষতা আগে খুব মর্যাদা পেত-
গর্ব করা যেত এবং নিরাপদও ছিল।
এখন আর আগের সুদিন নাই।
সে এখন বিগতযৌবনা নারী-
সংসারে থাকবে, ঘরে খাটবে
ঐ পর্যন্ত সব ঠিকঠাকই আছে।
এখন পক্ষভুক্তদের বাজার।
সাফ সাফ, হয় ইধার, নয় উধার।
জমানা ৫০:৫০ বাজি রেখেছে
ভাল মন্দ থাকাটাও ঐ বাজি-
হারা জেতার উপরই নির্ভর করছে।
এটুকু ঝুঁকি সবাই খুশি হয়ে নিচ্ছে।
ভরা ঘট সময় বুঝে পক্ষান্তরে যাচ্ছে।
আজকের দিনে যাওয়া আসা-
ধর্ম বলেই মেনে নেয়া হচ্ছে।
কুণ্ঠিত নিরপেক্ষতা খানে খানে
বিধর্মী সংখ্যালঘুর লাঞ্ছনা পাচ্ছে।
নিরপেক্ষতা ০:০ বাজি খেলছে।