৹ নির্ভীক বিবসনা ৹ Rhyme: Free Verse
একি হাঙ্গামা জুড়লে তুমি নির্ভীক বিবসনা?
যুদ্ধ চলছে, এখন সবাই ভারি ব্যস্ত।
কেন এই অবেলায় তুমি আত্মঘাতী খেলায় মেতেছ?
তুমি কি বিপক্ষের ছোঁড়ে মারা অন্তর্ঘাতী কোন গুপ্ত অস্ত্র-
নাকি ঐ কাস্পিয়ান সাগরের আরেকটি বেঁচে থাকা ঢেউ-
যে বারবার ডেকে কয়, আয় আমায় ফাঁসি কাঠে ঝুলা?
মুক্তবসনা কন্যা, তুমি মঙ্গলে মঙ্গলে ঘরে ফিরে এসো -
পাশেই তো আরব সাগরের মুক্ত জলধারা, হরমুজ পেরিয়ে
ওমান উপসাগর থেকে পারস্য উপসাগরে এসে মিশেছে।
ভারত মহাসাগরও খুব কাছেই, সময়েরও নাই কোন শেষ, তবে-
তোমার অপেক্ষার অন্তিম প্রদীপটি কেন জ্বলবেনা মৃত্যুঞ্জয় হয়ে?
আগামীতে যে কোন দীপাবলী শুধু তোমারই যে হতে পারে।
© পলাশ কুমার রায়, ২০২৪
◾ কবিতাটির প্রেক্ষাপট: - ইরানে হিজাব বিধির প্রতিবাদে এক ইরানী নারীর নির্ভীক উন্মুক্ত বিচরণের সাম্প্রতিক সংবাদ।
.