৹ নেড়া ৹ Rhyme: Free verse
সদ্য সদ্য বৈতরণীর ঘাট থেকে ফেরা-মরা নেড়া
নিজের জীবনকে আর নিজের জীবন বলেই দাবি করে না।
পুনরুজ্জীবিত করার কত না ঝঞ্ঝাট, কান্নাকাটি, হাহাকার।
ফিরে আসায় শূন্যে নেমে যাওয়া নেড়ার বাজার দরও খানিকটা বেড়েছে।
তবে, নেড়ার প্রথম এবং ষষ্ঠ ইন্দ্রিয় বলছে
এক দুটো রিপু নেড়াকে আবার উসকানি দিচ্ছে।
চিনি না জানি না কেউ আবার নেড়াকে সিগনাল পাঠাচ্ছে।
ভাঙ্গচুরের ভয় দেখাচ্ছে, রক্তাক্ত হওয়ার কথাও বলছে।
উত্তর দেয়াতে নেড়ার মতি নাই। বে ঘর হওয়ারও নেড়ার ইচ্ছা নাই।
বড় কথা, গৃহ-সন্ন্যাসেও নেড়ার কোন অতৃপ্তি নাই।
নেড়া দ্বিতীয় ইন্দ্রিয়ের সর্বশেষ আতঙ্ক থেকে সবে মাত্র উদ্ধার পেয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কানাকড়ির সিক্যুরিটিও নেড়ার নাই।
নেড়া জেনে গেছে এখন বেলতলার সংখ্যাও অনেক বেড়ে গেছে।
রসিক জন মাত্রই ভুরিভুরি বেলতলার খোঁজ রাখছে।
তবে বাজারে নেড়ার অভাব বেড়েছে।
সব নেড়া মাথায় “গৃহপালিত” হেলমেট লাগিয়ে ঘুরছে।
নেড়ার মন চঞ্চল হবে তবে নেড়া তা স্বীকার করবে না।
যে গেল তার জন্য নেড়া মনে মনে কাঁদবে কিন্তু ধরা দেবে না।
কে একজন মলম নিয়ে আসি আসি করেও লুকিয়ে থাকল
তাকে নিয়েও নেড়া গদ্য লিখবে।
একবার মরে গিয়ে নেড়ার আত্মোপলব্ধি হয়েছে যে সে নেড়া।
© পলাশ কুমার রায়, ২০২৪