৹ নায়ক বদল ৹  Rhyme: Free Verse

এবার ওরা লাল বেছেছে। নায়িকা নয়, নায়ক বেছেছে।
এবার ত্যাড়া বেঁকা নয় সোজা কথার লোক বেছেছে।
অমুক তমুকের বন্ধুকে বেছেছে।
মুলুকচেনা লোক বেছেছে।
অস্ত্র অনেক বিক্রি হয়েছে, এবার কিছু শান্তি বিক্রি হতে পারে।

নায়ক বদলালে প্রত্যাশা বদলাবেনা, এমনটি হয় না।
লেনদেনের দুনিয়ায় খোলা হাওয়াও আমার অপছন্দ হয় না।

এবার গণিতের সব বই সামনে খোলা থাকবে।
দোস্তি কতদূর সাথ চলবে, কোথায় দুশমনির শুরু হবে
সব কিছু স্পষ্টাস্পষ্টি বোর্ডে লেখা থাকবে।

সামনের শীত কত শীতল হবে বা তপ্ত
গ্রীষ্মের হাওয়া জোরে বইবে না ধীরে
বর্ষা ঠিক সময়ে আসবে কি না, মতামত নিয়ে রাখবে।

কি হবে না হবে, অথবা কি কি হতে পারে
আমি একা নই, ঐ দেখ
যুদ্ধ থামিয়ে ওরাও ভাবছে।

ভাগ্যিস, সেরা বোমগুলি ওরা মহা ধুমধামে ফাটিয়ে দেয় নি।
ডি ডে ঘড়ির কাঁটা একটু পিছনে ঘুরলেও ঘুরতে পারে।
এখনো যারা মৃত নয়, অন্তত  চিকিৎসার শেষ সুযোগটা পেতে পারে।

© পলাশ কুমার রায়, ২০২৪

◉ কবিতাটির প্রেক্ষাপট: - আমেরিকার সিংহাসনে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন।






.