৹ মৌতাত ৹ Rhyme: Free Verse


আর কত প্যানপ্যানে কবিতার
প্রেমের পঞ্জিকা দেখে দিনপাত?
গঞ্জিকায় আর কত সুখ টান?
সময় হয়নি বুঝি অন্য কিছু দেখার?

ঐ যারা ছাউনিতে ছাউনিতে
অধীর আগ্রহে ঘড়ির কাঁটায় চোখ রেখে
দ্রুত পায়চারি করছে
যুদ্ধে যাওয়ার তাড়ায়
ওদের দিকেও দেখ একবার।

খামোশ।
বলি তাতে তোমার আমার কি?
যুদ্ধ কাছে এলে দেখা যাবে খন।

পালাতে হয় পালিয়ে যাব
মরতে হয় মরে যাব
কাঁদতে হয় কাঁদব
এইটুকুন তো ভুমিকা
ঠিক উতরে যাব।

নায়ক, নায়িকা, ভিলেন
পরিচালক, প্রযোজক
যুদ্ধের আমরা কে ভাই?
তংগ করোনা আমায়।

একটু সুখ বিলাস, রসের মৌতাত
করব এমন দু দণ্ড শান্তিও নাই।
প্রিয়তমা, ছিটকিনি দাও দিকি।

ঐ টিভিটাও বন্ধ করে দাও প্রিয়ে।
আকাশে জ্বলন্ত চরকির ডিগবাজি খেল
অসময়ে আসমানী ভোর
ঢের তো দেখা হল।

জাহান্নমে ওরা যুদ্ধ করছে করুক।
মরে যেতে ওদের ইচ্ছে হয়েছে
মরুক না সব, মরুক।

বুঝলে রাই, ছন্দ না হলেই নয়।
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত চাই।
সহজ স্বরবৃত্ত দিয়েও শুরু করা যায়
দোষ কিছু নাই।
শুধু ছন্দোবদ্ধ জীবনই থাকুক সব কামনায়।
শুধু আরাম আয়াশের সুখস্বপ্নই ছড়িয়ে পড়ুক
সব সাধনায়।

তোমার নধর বক্ষের কোমল ছাউনিতে
আমার চোখ দুটি ঢেকে রাখ রাই।
তুমি কবিতা লিখ রাই, আমায় শুনাও।
আমায় ঘুম পাড়াও।
প্রিয়ে, প্রিয়ে, প্রিয়ে
আমায় ঘুম পাড়াও।

© পলাশ কুমার রায়, ২০২৪









.