৹ মনগড়া ৹ Rhyme: Free Verse

একটা মনগড়া পৃথিবীতে
আস্ত জীবন কাটিয়ে দিয়ে মন
এই অবেলায় তুমি খুঁজে পেলে
হিসাবের সব বড়সড় গড়মিল।

সময়ের চাকা শুধু সামনে গড়ায়-
বৃথা হাহুতাশ।
মানে না যে মন তার হাতে দাও
একটা ঝুনঝুনি।
বই পড়া, কবিতা লেখা, সিনেমা দেখা
যা কিছু একটা কর।
মাঠে গিয়ে হাঁট কিংবা দৌড়াও
বাঁধা রেশন খেয়ে যাও চুপচাপ।

মতামত সামলে রাখ
স্বাধীনতা খাঁচায়।
বসে বসে ইচ্ছা পাখির ডানা ছাঁট
নির্বিকার।

অন্যদের চমৎকার পৃথিবীতে
সুখে থাক
সীমাবদ্ধ সুখের আঙিনায়।

ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীতে
চুলচেরা হিসাব নিকাশ-
ফাও?
হাসালে আমায়।

© পলাশ কুমার রায়, ২০২৪





.