৹ মন ৹ Rhyme: ABBA CDDC EFEFEF
থাক পড়ে, থাকুক সে লটকে ঘুড়ি হয়ে
বিষয়ান্তরে যাই ছেড়ে মন মগ ডালে।
যাই আসি, আসি যাই এটা সেটা ছলে
দেখি তারে, দেখে কিছু, দেখে মন দিয়ে।
উঁকি ঝুঁকি দেয় মন সীমানার ওপারে
চুপি চুপি ঘন ঘন দেখে যায় মিছে।
বলে মন দেখো তুমি দেখো কত কাছে!
বলি আমি আয় নেমে আয় ত্বরা করে।
যা কিছু দেখিস ওরে আছে বহুদূরে
হাতছানি দিয়ে ডাকে মরীচিকার মত
দেখিয়া কি সুখ ওরে পাইবি অন্তরে?
ভিজিয়া নাকাল হ'বি অশ্রুজলে যত।
বেপরোয়া মন তবু লাট্টু হয়ে ঘুরে
মগডালে সুতো বাঁধা মন,পাক খায় শত।
© পলাশ কুমার রায়, ২০২৪