৹ মই কই? ৹ Rhyme: Free Verse
প্রথমে ভাবলাম, পাঠক এখন অনেক দরাজ হয়েছে।
ছাই পাশ আমি যা ই লিখি
কত না সুন্দর সুন্দর সার্টিফিকেট পেয়ে যাই!
পরে একটু ভেবে খেলাটি বুঝলাম-পাঠক চাই।
ভাবলাম যাই, আমিও বিজ্ঞাপনের খসড়া বানাই।
ফলে শীঘ্রই আমার কবিতার তুমুল সাদর অভ্যর্থনায়
একসময় আমি তো একেবারে ফোলে ফোলে ঢোল।
আরো অধিক বিজ্ঞাপন চাই। এটাই আদর্শ রুল।
আমি কায়দাটি শিখে ফেলেছি চমৎকার দ্রুততায়।
এখন আমি রোজ বিজ্ঞাপনের নতুন খসড়া বানাই।
তবে বিদঘুটে মন আমার দরাজ হয় না মোটে
যখন তখন বুদ্ধি নিতে মগজের কাছে যায় ছুটে।
ফিরে এসে রীতিমত গোসা করে, রেগেমেগে বলে, থাক
তোমরা বসে বসে এই করছ, পেটাচ্ছ নিজের নিজের ঢাক।
চোখ খুলে দেখি, তাই তো! রয়ে গেছে বড় সড় সব ফাঁক!
একদিন দেখি গিন্নীও আমার রেগেমেগে হন কাই।
বলেন "এই তো তোমাদের কবিতার ছিরি। বিচ্ছিরি।
তাতেই দেখছ হাজার হাজার পটে গেছে ছুঁড়া ছুঁড়ি?
রাখো কলম, রাখো এক্ষুণি, তুলে দাও এই পাট।"
আহা, থাক না, কবিতারা শিশু, এমন বলো না ষাট।
"তুমি বোকা", বারবার গিন্নীর এই এক কথা, গিন্নী সন্দিহান।
"ভুলভাল প্রশংসা করে আর উল্টাপাল্টা উৎসাহ দিয়ে হায়
লোকে তোমায় চড়াচ্ছে মাথায়, পরে নামানোই হবে দায়।"
গিন্নীর এমন আজব চিন্তা, খানিক পরে আমাকেও দেখি ভাবায়
চড়ে গেছি? তাই তো! মইও দেখি নাই, এখন নামি কি উপায়!
© পলাশ কুমার রায়, ২০২৪
.