৹ মেঘ-বৃষ্টি-ঝড় ৹ Rhyme: Free Verse


আকাশে মেঘের এমন ছুটাছুটি
যেন শ্রাবন এসে গেল প্রায়।
ধুলো মাখা বাতাসের এমন লুটোপুটি
এই বুঝি ঝড় এসে যায়।
তবু ঝড় অথবা বৃষ্টি
যেমনটা তুমি আমি চিরকালই চিনি
এই অচেনা চৈত্রের মাঝামাঝি
আজ অব্দি আসেনি।
এমনটাই রোজদিন হ'চ্ছে
আজকাল সকাল-বিকাল।
আশা-নিরাশার খেলা চলছে
যেন বদলে যাবেই দিনকাল।

© পলাশ কুমার রায়, ২০১১