৹ ময়ূরপূচ্ছ ৹ Rhyme: AAB
পাঠক তুমি যে মন্তব্য দিলে আজ
নানা আবরণ, আভরণ, সাজ ও তাজ
সত্যি তার কোন তুলনা হয় না।
যত রাগ অনুরাগ মনোব্যথা মনস্তাপ
যত হাসিখুশি, জ্বালাময়ী যত অন্তর্গত পাপ
তোমাকেই দেই, ঘরে সে বাঁধা রয় না।
তোমার কথায় আরাম সরস
আমি যে পাই স্নেহের পরশ
শুধু নির্জনে সংগোপনে এমন পিরিত হয় না।
এই টুকু শুধু লজ্জা ও দ্বিধা মনে
এই আভুষণে সজ্জিত হয়ে যাই যদি বেণুবনে
ময়ূরপূচ্ছ বলে যেন কেউ কয় না।
© পলাশ কুমার রায়, ২০২৪
.