৹ মাচা ৹  Rhyme: Free Verse

মাচাখানি বেশ হয়েছে আমার
জুমের ক্ষেতে মৌমাছির হানা
নিঃশব্দে শ্বাপদের আনাগুনা
ভিমরুলের কোলাহল
সাপ নেউলের খুনসুটি
রাতে খ্যাঁক্‌ শিয়ালের হুক্কাহুয়া ডাক
বহুদূরে হয়নিপ্রেম প্রেমিকার
অর্থহীন হাহুতাশ, সব মিলে
মন আমার অপূর্ব ক্যাকটাস।

মন পালাই পালাই করে না
অশ্রু হয়েও ঝরে না
স্নিগ্ধতার ফুরফুরে বাতাস
দূরের পৃথিবী থেকে এসে
একটু নেয় শ্বাস।
আনন্দের গোপন অজ্ঞাতবাস
মেঘ বৃষ্টিও আসবে
কথার খেলাপ করেছে কবে যে করবে?
উচ্ছাস হয়ে নিশ্চিত আজ ঝরবে।

লতায় চারটে ঝিঙে
দুটি ফিঙে, দুটি কুমড়ো ফুল
ভুট্টার কাঁধে ভর
শিশু কোলে শশা
তিল তিসির ডালা
মুখটি তুলে হাসা
সূর্যমুখীর থালা।
কান পাতলেই কাছে
কুলুকুলু ঝর্ণাও আছে।

অচল ভাষা কথা
বুনো গন্ধ কবিতা
মাদল মদিরা শব্দ
অনুভূতি সব ছন্দ।
বাতাস ভরা বুক
মাচা মনের সুখ
চন্দ্র সূর্য হাসি
বিলুপ্ত প্রাণী কষ্ট
সব তারা ভালবাসা।

© পলাশ কুমার রায়, ২০২৪