৹ মাছ যে মনের কথা বলে ৹ Rhyme: ABBA CDDC EE FGFG

মাছ ছিল মাছ আছে থাকিবে অন্তরে।
মাছের জন্য প্রাণ কাঁদিবে আপনি।
ছোট মাছ দামি হলে বড় মাছ কিনি।
মাছ ছাড়া ভাবি দিন কাটিবে কি করে?

শয়নে স্বপনে মাছ লাফালাফি করে।
বাজারে কিনিয়া মাছ খুশী হই যত।
দেখিয়া তাহার মুখ সুখ পাই তত।
মনের গভীরে মাছ ছটফট করে।

গাঙে মাছ গাঙ চিল উড়ে, মাছরাঙা উৎ-পাতে।
ঝুপঝাপ ছিপছাপ জলে, জেলে নৌকা রাতে-

যায় আর ফিরে সে প্রভাতে, মাছ নিয়ে আসে।
ছোট আমি জেগে থাকি বড় আমি ঘুমে।
মা থাকে রান্নাঘরে বাজারের আশে
থলে ভরা মাছ নিয়ে ঐ, এলো বুঝি ঘেমে।

© পলাশ কুমার রায়, ২০২৪