৹ লোভী ৹ Rhyme: AABB

জানে সবাই শুরু থেকেই, আমার খালি হয় না-
অতৃপ্তি ভূষণ আমার, সাধের গড়া গয়না।

যারা বলে, মিথ্যা বলে, তৃপ্ত, আমি তৃপ্ত -
মনে তাদের কাম বাসনা, সুপ্ত, রাখে গুপ্ত।

কেউ কেউ ঐ বলে বেড়ায়, আমার কিছু চাইনা -
পায়না যারা, বলেই এমন, আমার আসে যায় না।

বান্দা আমি সবসময়ই, নাখোশ নাছোড়বান্দা-
না পেয়ে খুশ বলছে যারা, থাকুক বেকুফ আন্ধা।

সবার জন্য এই দুনিয়ায়, জীবন মোটে একটা-
পাওয়ার চেষ্টা থাকে আমার, অন্য কারোর ভাগটা।

আমার বুকে চাওয়ার চিতা, জ্বালিয়ে রাখি, জ্বলছে-
নেই পরোয়া কে বা কোথায়, মন্দ আমায় বলছে।

পরে পাব এমন কথা, আমার প্রাণে সয় না-
খাই খাই আমার, তৃষ্ণা মনের, এর নিবারণ হয়না।

© পলাশ কুমার রায়, ২০২৪