৹ ক্ষিদে ৹ Rhyme: AABBA

সর্ব অঙ্গে ক্ষিদের জ্বালা
গলায় পরা ক্ষিদের মালা-
ক্ষিদে অঙ্গের ভূষণ।
ক্ষিদে মনসিজ, ক্ষিদেই মদন
দেহটি ক্ষিদেরই মেলা।

মন মগজের খেলা-
ক্ষিদের কর্মশালা।
সকাল বিকাল যুদ্ধ
ক্ষিদেও অপ্রতিরুদ্ধ-
চক্ষু কর্ণ ক্ষিদেতেই ঝালাপালা।

© পলাশ কুমার রায়, ২০২৪









.