৹ কৃতজ্ঞতা ৹ Rhyme: ABAB

তোমার লেখাটা পড়লাম, কি যেন নাম কবিতাটির?
আমার নামটি দিয়েছ বেশ, ছন্দ মিলিয়ে মিলিয়ে
কি যেন নাম রেখেছ প্রাণের লবঙ্গ লতিকার?
তারপর কত কিছুই না লিখলে ইনিয়ে বিনিয়ে!

লিখলে বুঝি এমনি মিথ্যার চাষ করতে হয়? ছি!
আর যা করি ঐ কাজটি করবনা, কোনদিন লিখব না।
লিখছ যেন লেখার জন্যই লেখা, শুধু মিছিমিছি
একটা তাসের ঘর বানাও, আহা, ভয় পেয়োনা, ফুঁ দেব না।

আচ্ছা বলত আমি মরলাম কেন তোমার সাধনা কাব্যে?
আমার বেঁচে থাকাটা কি খুব বেশ ঝুঁকি নেওয়া হত?
জানতামই না তুমি এমন করে ভাববে।
মিস হয়ে গেল, ঈষ, জানলে আমার বেঁচে যেতে লোভ হত।

তুমি সংসারী মানুষ,আরে আরে ভয় পাচ্ছ কেন?
আমারও তো সংসার আছে, মানে একটাত ছিল।
কত কিছু জানতে তখন, না জানলে চলতই না যেন
ভুলে গেছ সব? তুমি থাকতে থাকতেই তো আধ্ধেক হল।

আরে না না, আমি তোমায় দায়ী করছি না এখন
ভাঙ্গাচোরা নৌকার পাটাতনে আমার মনটা আটকে ছিল
ডুবছিল, তুমিই তো আমায় বাঁচিয়েছিলে তখন।
অকৃতজ্ঞ নই বন্ধু, তোমার যাওয়াটাও তেমনি জরুরী ছিল।

© পলাশ কুমার রায়, ২০২৪