৹ কোদাল ৹ Rhyme: Free Verse

কোদাল বল, খুন্তি বল, কলম বল
আমার এই একখানি ই সম্বল।
একে নিয়েই আমার দিন কাটে।
একে দিয়েই আমার রুজি রুটি।
একে দিয়েই বিয়ে সাদি বাড়ি গাড়ি সব
হওয়ার থাকলে হয়
নইলে ফুড়ুৎ।
এটি ই আমার আসল পাসপোর্ট।

বাপ মা কত না ঘাম ঝরিয়ে
কত না ই,এম,আই দিয়ে
এই কোদাল কিনে দিয়েছে।
কত না ঝক্কি ঝামেলা পুইয়ে
কত না লিখা পড়া করে
কত না রাত জেগে
আমি কোদাল চালাতে শিখেছি।

এখন কোদালই আমায় চালায়
ঘুম পাড়ায়, রাত জাগায়।
এখন আমার খাইতে কোদাল
বইতে কোদাল,শুইতে কোদাল।
কোদালের পর কোদাল এসেছে
গান শুনিয়েছে, সিনেমা দেখিয়েছে
এখনো কোদাল স্বপ্ন দেখায়
ভয় দেখায়, যুদ্ধ দেখায়।

কোদাল ছাড়া এখন দুনিয়া অন্ধকার।
আমাদের ছেলেমেয়েরাও কোদাল ধরেছে।
ঐ যা হয় আর কি
কোদালি র বাচ্চা -নেকস্ট জেনারেশন কোদালি।
রোজগার চাই, নাম চাই, যশ চাই
দুবাই, ব্যাংকক, পাট্টাইয়া চাই
কোদাল ই একমাত্র ভরসা।
"চল কোদাল চালাই, ভুলে মানের বালাই"
গুরুসদয় দত্তের গানই যেন সার্থক হয়েছে।

© পলাশ কুমার রায়, ২০২৪








.