৹ খোলা চোখ বন্ধ ৹ Rhyme: Free Verse

এমনটা হামেশাই হয়, হইয়াছে।
আমার খোলা চোখ দুইটি যুগপৎ বন্ধ থাকিয়াছে।
তখন আমার একটি শিক্ষা লাভ হইয়াছে-
এক হয়না চোখ আর দৃষ্টি।
বাইরে অঝোর বৃষ্টি-
মন আমার মরুভূমিতে ঘুরিয়া বেড়াইয়াছে।

শুষ্ক মরুর বিষাক্ত সাপ-
আমার গলা জড়াইয়াছে।
আমি বেদুঈনা আসিবে জানিয়া অপেক্ষা করিয়াছি।
তাহার বার্তা আসিয়াছে ভাবিয়া ভ্রম করিয়াছি।
বাইরে বৃষ্টি ঝরিয়াছে, আমি তৃষ্ণায় মরিয়াছি।

এমনটা হামেশাই হয়, হইয়াছে-
বেদুঈনা আসিয়াছে।
আমার দৃষ্টি তাহারে দেখিয়া দেখিয়া প্রাণ জুড়াইয়াছে।
পোড়া মন দেখিয়াও না দেখিবার ভান করিয়াছে।
আমার খোলা চোখ দুইটি যুগপৎ বন্ধ থাকিয়াছে।

© পলাশ কুমার রায়, ২০২৪