৹ খাস তরকিব ৹ Rhyme: Free Verse
আমার ভীষণ ভুলে যাওয়ার বাতিক
তার কিছুটা বয়স জনিত, বেশীটা অন্যকিছু।
সেই যেন কবে মন খুঁজেছিল এক তরকিব খাস
ভাল থাকার কোন অমোঘ অস্ত্র
জরি বুটি মন্ত্র-টন্ত্র, বুদ্ধি-টুদ্ধি এমন একটা কিছু আজব জিনিষ
যেন লহমায় পৌঁছে যাওয়া যায় ভালো থাকার কোনো নিরাপদ ঠিকানায়
যেখানে অন্তত মনেমনে ভালো থাকা যায়।
তখন ভীষণ জরুরী ছিল এমন কিছু চাওয়া এমন কিছু পাওয়া।
আমার চোখের জলে ভিজে যাওয়া প্রার্থনা
শুনল বোধহয় ফারিস্তা কেউ উপর থেকে আসা।
রেখে গেল বর এক ছোট্ট খাসা। ছোট চিরকুটে লেখা
সে অমোঘ মন্ত্র- ‘ভুলে যাও’-সেই থেকে হলো পাওয়া।
© পলাশ কুমার রায়, ২০২৪
.