৹ খনিজ ৹ Rhyme: AABB
দুর্লভ খনিজের মানচিত্র বেয়ে চিন্তা স্রোতস্বিনী
দেশ হতে দেশান্তরে খুঁজে পায় খনি।
দস্তা, লোহা, তামার হদিস সেই কবেকার কথা
সোনা-রূপা-হীরার খনিরও পথটি ছিল যা তা।
কে ই বা তখন চিনত ওদের অন্য খনিজ যত্ত
এখন সবাই বুঝছে ভ্যালু চাই ওদেরও স্বত্ব।
দেশ তো সবার উপর উপর
মাটির নিচেই ধন।
আসল লড়াই ওদের দখল
হচ্ছে বিকি রণ।
© পলাশ কুমার রায়, ২০২৫
.