৹ খাঁচা ৹ Rhyme: Free Verse

মহাজাগতিক ঘড়ির কাঁটায়
সেকেন্ডের লক্ষ কোটি ভগ্নাংশের
সামান্য কমবেশী ব্যবধান
বিশ ত্রিশ বছর
আমাদের ঘড়িতে অনেক সময়।
কত কিছু ঘটে যায়-
বন্ধনের কত না রঙবেরঙের খাঁচায়
সাজানো সংসার অপেক্ষায় থাকে-
টুক করে কয়েদ করে নেয়
আজন্ম ভালবাসার প্রতিশ্রুতি দিয়ে।
তোমার শেষ হয় না বন্দী জীবনে
মায়া, মায়া বলে খোল করতাল বাজিয়ে
মহা প্রস্থানের পথে
চলে যায় হাজার লোকের মিছিল।
যাওয়ার সময় সবাই স্বার্থপর হয়।
তোমার বুকফাটা আর্তনাদ শুনে
ফিরেও তাকায় না একদা আপন জন।
সময়ের ঐ ব্যবধান
প্রত্যেকের জন্য করে রাখে
ভিন্ন ভিন্ন খাঁচার সংস্থান।
তোমার জন্যও রাখা আছে
অনেক অনেক খাঁচা-
যাওয়ার আগে এই পরম সত্য
ওদেরও জানা হয়ে যায়।


© পলাশ কুমার রায়, ২০২৪